• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

পদ্মা এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৬

প্রকাশিত: ০৯:১২, ১৯ মার্চ ২০২৩

আপডেট: ০৯:১৩, ১৯ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
পদ্মা এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৬

ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। এতে ১৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ৩০ জন।

রবিবার (১৯ মার্চ) সকালে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, রবিবার সকালে ঢাকার উদ্দেশ্যে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় দুমড়েমুচড়ে যায় বাসটি। রোববার সকাল সোয়া ৮টা পর্যন্ত বাসের মধ্যে থেকে ১৪ জনের মতো যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু নাঈম মো.মোফাজ্জেল হক জানান, নিহতের সংখ্যা প্রায় ১৬ জন। হতাহত বহু রয়েছে। উদ্ধার কাজ চলছে। বিস্তারিত পরে জানা জানানো হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন: