• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চট্টগ্রামে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে দুইপক্ষের চেয়ার ও বাঁশ নিয়ে মারামারি

প্রকাশিত: ১৯:০২, ২২ মার্চ ২০২৩

আপডেট: ১৯:০৫, ২২ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
চট্টগ্রামে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে দুইপক্ষের চেয়ার ও বাঁশ নিয়ে মারামারি

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও সমাবেশ চট্টগ্রাম মহানগর বিএনপির নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) বিকালে অনুষ্ঠিত সমাবেশের এক পর্যায়ে দুইপক্ষ চেয়ার ও বাঁশ নিয়ে মারামারিতে লিপ্ত হয়। এসময় একজনের মাথা ফেটে যাওয়াসহ কয়েকজন আহত হয়। পরে দলীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। 

সমাবেশে আবদুল্লাহ আল নোমান বলেন, গণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন হবে।

সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মাহনগর বিএনপির আহবায়ক ডাক্তার শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর,  জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহাম্মদ খানসহ অন্যরা।  
 

বিভি/রিসি

মন্তব্য করুন: