• NEWS PORTAL

  • শুক্রবার, ০২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মধ্যরাতে লুকিয়ে নারীদের ভিডিও ধারণ করা যুবক গ্রেফতার

প্রকাশিত: ১৬:৪৭, ৫ মে ২০২৩

ফন্ট সাইজ
মধ্যরাতে লুকিয়ে নারীদের ভিডিও ধারণ করা যুবক গ্রেফতার

ফাইল ছবি

রাতেরবেলা গোপনে মুঠোফোনে ভিডিও ধারণ করার আলোচিত খবরের মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবি করেছে পুলিশ। ওই ফোনে থাকা একটি ভিডিওর সূত্র ধরে ব্যক্তিকে শনাক্তের দাবি করেছে পুলিশ। 

গ্রেফতারকৃত যুবক জুলকার খাঁ (৩২),  বাড়ি শৈলকুপা উপজেলায়। এ ঘটনায় এক নারীকেও গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আসামি শনাক্তের দাবি করে পুলিশ সুপার মো. আশিকুর রহমান বলেন, আসামি জুলকার খাঁ টাকা হাতিয়ে নিতো। শুধু তাই নয় গোপন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে বিভিন্ন নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্য নিয়ে গোপন ভিডিও ধারণ করতো।

স্থানীয়দের অভিযোগ, শৈলকুপার এক গ্রামে রাতের বেলা বিভিন্ন উপায়ে মুঠোফোনে নারীদের ভিডিও ধারণ করতো কেউ। ঈদুল ফিতরের রাতে একই ঘটনার সময় ওই ব্যক্তিকে দেখে ফেলেন একজন। কৌশলে ওই ব্যক্তি পালিয়ে গেলেও তার ফোনটি ফেলে যান। ওই ফোনে গ্রামের বিভিন্ন বয়সী নারীদের ভিডিও পাওয়া যায়। ফোনটি গত ২৬ এপ্রিল পুলিশের কাছে হস্তান্তর করে গ্রামবাসী। 

পুলিশ সুপার বলেন, মুঠোফোনটি নিয়ে পুলিশের সাইবার অপরাধ দল তদন্ত শুরু করে। প্রথমে মুঠোফোনের সিমের মালিক এক নারীকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করলে তিনি একেক সময় একেকজনের নাম বলেন। তবে ফোনের এক ভিডিওতে একজনের হাতের ছবি পাওয়া যায়। ওই নারীকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তিনি সঠিক ব্যক্তির নাম প্রকাশ করেন। ওই নারীর তথ্য ও হাত দেখে প্রকৃত আসামি শনাক্ত করে পুলিশ। 

সর্বশেষ শুক্রবার ভোরে জুলকার খাঁ নামের ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। একই সঙ্গে ওই নারীকেও গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রামের এক বাসিন্দা বাদী হয়ে থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। আসামিদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2