• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

পনরো বছরের বিরোধ গৃহবধূকে হত্যার মধ্য দিয়ে নতুন মোড়

প্রকাশিত: ০৯:০৭, ১৮ মে ২০২৩

ফন্ট সাইজ
পনরো বছরের বিরোধ গৃহবধূকে হত্যার মধ্য দিয়ে নতুন মোড়

বগুড়ায় প্রতিপক্ষের লাঠির আঘাতে জেবুন্নেসা নামে এক গৃহবধূর নিহত হওয়ার মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছরের জমিজমার বিরোধ নতুন মোড় নিলো। 

বুধবার (১৭ মে) দুপুরে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কুটুরবাড়ি গ্রামের মধ্যপাড়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত জেবুন্নেসা কুটুরবাড়ি মধ্যপাড়ার পলাশ মিয়ার স্ত্রী। 

পুলিশ ও এলাকাবাসি জানায়, প্রতিবেশী শরিকদের সঙ্গে নিহত জেবুন্নেসার স্বামী পলাশ মিয়ার পরিবারের জমি ও বাড়ির সীমানা নিয়ে প্রায় ১৫ বছর ধরে বিরোধ চলে আসছিলো। দুপুরে জেবুন্নেসা বাড়ির কাছে জমিতে যাওয়ার সময় তার সাথে প্রতিপক্ষের লোকজনের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে আব্দুর রহমান ওরফে মিষ্টার, জহুরুল, বিপ্লবসহ অন্যান্যের লাঠির হামলায় জেবুন্নেসা গুরুতর আহত হন। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

বগুড়া সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।   

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2