• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

পাবনায় বিএনপির সমাবেশে হামলা, আহত ৫ 

পাবনা প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:৪০, ৮ জুন ২০২৩

ফন্ট সাইজ
পাবনায় বিএনপির সমাবেশে হামলা, আহত ৫ 

পাবনায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি বিদুৎ অফিসের সামনে অবস্থান চলাকালে পুলিশের সামনে আওয়ামী লীগের ক্যাডারদের হামলায় জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়ামিন খানসহ ৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) বেলা বারোটার দিকে শহরের লাহেড়ী পাড়াস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে বিদুৎ অফিসের দিকে যেতে চাইলে পুলিশ নতুন ব্রিজ এলাকায় বাধা দেয়। বিএনপির নেতাকর্মীরা পুলিশের বাধা অতিক্রম করে অবস্থান নেয়। কিছুক্ষণ অবস্থান শেষে বিএনপির নেতাকর্মীরা নতুন ব্রিজ এলাকায় সমাবেশ শুরু করে। 

সমাবেশ চালাকালে পুলিশের সামনে আ.লীগের ক্যাডারা হামলা চালিয়ে সমাবেশ পন্ড করে দেন এতে বিএনপির ৫ নেতা কর্মী আহত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়ামিন খান গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2