চার শতাধিক গরু নিয়ে ছাড়ল ক্যাটল স্পেশাল ট্রেন

জামালপুরের ইসলামপুর স্টেশন থেকে পঁচিশটি ওয়াগনে চার শতাধিক কোরবানি গরু নিয়ে ক্যাটল স্পেশাল ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। শনিবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টায় ট্রেনটি ইসলামপুর বাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
রেলওয়ে স্টেশন সূত্র জানায়, এখানে থেকে প্রতি ওয়াগনে ১৬টি করে ২৫টি ওয়াগনে ৪০০টি গরু নিয়ে যায় ট্রেনটি। রাত ৯ টার দিকে আরো ১একটি ট্রেন ছেড়ে যাবে। ওই ট্রেনের ১৯টি ওয়াগনে ১৬টি করে মোট ৩০৪টি গরু বহন করা হবে। এছাড়াও মেলান্দহ রেলস্টেশন থেকে ৬টি ওয়াগনে ১৬টি করে ৯৬টি গরু নিয়ে ট্রেনটি ঢাকায় উদ্দেশে ছেড়ে যাবে ক্যাটল স্পেশাল ট্রেন ২। গত বছরের চেয়ে এবছর চাহিদা বেশি থাকায় দুইদিন এ সার্ভিস চালু থাকবে বলে জানান রেল কর্তৃপক্ষ ।
ব্যবসায়ীরা বলছেন, ট্রেনে পশু পরিবহনে খরচ কমের পাশাপাশি ভোগান্তি ও পরিবহনে দুর্ঘটনার ঝুঁকিও কম থাকে।
সিরাজাবাদ এলাকায় গরু ব্যবসায়ী মতিন মিয়া বলেন, ট্রাকে গরু নিতে রাস্তার বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হয়। রাস্তায় ঝাঁকুনিতে গরুর অবস্থাও খুবই খারাপ হয়ে যায়। ট্রেনে গেলে তেমন কোনো ঝামেলা হয় না।
ইসলামপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শাহীন মিয়া বলেন, করোনার পর ২০২০ সাল থেকে কম খরচে কোরবানির পশু পরিবহনের জন্য ক্যাটল স্পেশাল নামে বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নেয় রেলওয়ে কতৃপক্ষ। অন্যান্য বছরের তুলনায় এবছর ক্যাটল স্পেশাল ট্রেনের ভালো সাড়া পাওয়া যাচ্ছে।
বিভি/রিসি
মন্তব্য করুন: