• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

অধ্যাপক তাহের হত্যা মামলার দুই আসামির ফাঁসি কার্যকর

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ২২:৪৩, ২৭ জুলাই ২০২৩

ফন্ট সাইজ
অধ্যাপক তাহের হত্যা মামলার দুই আসামির ফাঁসি কার্যকর

নিহত অধ্যাপক তাহের (বায়ে) ও ফাঁসি কার্যকর হওয়া দুই আসামি মহিউদ্দিন ও জাহাঙ্গীর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলার দুই আসামি একই বিভাগের সহযোগী অধ্যাপক মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও বাসার কেয়ারটেকার জাহাঙ্গীর আলমের ফাঁসির রায় কার্যকর হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ১০টা এক মিনিটে রায় কার্যকর করা হয় বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। 

রায় কার্যকরের আগে কারা মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম আসামীদের গোসল ও তওবা পড়ান।  রায় কার্যকরের সময় আইনশৃঙ্খলার পরিস্থিতির যাতে অবনতি না ঘটে এর জন্য কারাগারের ভেতরে ও আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়। 

রাত আটটার পর থেকেই কেন্দ্রীয় কারাগার আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। রাত ৯টার পর  একে একে কারাগারে প্রবেশ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ, জেলার পুলিশ সুপার, মহানগর পুলিশের বিশেষ শাখার ডেপুটি কমিশনার, সিভিল সার্জন আবু সাইদ মোহাম্মদ ফারুক, ডিআইজি প্রিজন কামাল হোসেন, সিনিয়র জেল সুপার আব্দুল জলিল ও জেলার নিজাম উদ্দিন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত  জাহাঙ্গীর আলমের দুই ভাই মরদেহ গ্রহণের জন্য কারাগারে প্রবেশ করেছেন।

পুলিশ জানায়, রাতের মধ্যেই পুলিশের দুটি টিম নিরাপত্তা দিয়ে অ্যাম্বুলেন্সে করে দুজনের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছে দেবে।

 

বিভি/এজেড

মন্তব্য করুন: