ইশরাক হোসেনের শপথ ইস্যুতে রিটের আদেশ আজ

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে করা রিটের আদেশ দেওয়া হবে আজ (২২ মে, বৃহস্পতিবার)।
ইশরাকের আইনজীবীদের দাবি, রিটকারীর রিট করার বৈধতাই নেই।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের পদে শপথ থেকে বিরত রাখা, ট্রাইব্যুনালের রায় এবং গেজেট বাতিল চেয়ে করা রিটের আদেশের জন্য নির্ধারিত ছিলো বুধবার (২১ মে)। কিন্তু, আদালত শুরুতেই জানান তারা সবার কথা শুনতে চান তাই রুল এবং স্থিতাবস্থা দেবেন। এসময় ইশরাকের আইনজীবীরা আদালতের এই অভিমতের সাথে দ্বিমত পোষণ করে তাদের যুক্তি তুলে ধরেন।
রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম মুসাও রিট করার পক্ষের যুক্তি তুলে ধরেন। দু'পক্ষের শুনানী শেষে আদালত আজ (বৃহস্পতিবার) আদেশ দেবেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: