• NEWS PORTAL

মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

নাইকো দুর্নীতি মামলা

বেগম খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

প্রকাশিত: ১৭:১৬, ১২ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
বেগম খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

ছবি: ফাইল ফটো

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এফবিআইয়ের সাক্ষী আসবে কি-না এবিষয়ে আদেশ আগামী রবিবার (১৭ সেপ্টেম্বর)।

এ মামলার বাদী দুর্নীতি দমন কমিশনে, দুদক-এর তৎকালীন সহকারী পরিচালক বর্তমানে উপ-পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে মঙ্গলবার (১২ সেপ্টম্বর) সাক্ষ্য দেয়া শুরু করেন। অস্থায়ী আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে ক্ষমতার অপব্যবহার করে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি করা হয়।

২০০৮ সালের মে মাসে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের তৎকালীন সহকারী পরিচালক  এস এম সাহিদুর রহমান তদন্ত শেষে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

বিভি/এমআর

মন্তব্য করুন: