• NEWS PORTAL

  • রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

হাসিনা ও সেনাকর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগের আদেশ মঙ্গলবার

প্রকাশিত: ১৩:৫২, ২১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:৫২, ২১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হাসিনা ও সেনাকর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগের আদেশ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে ১১ জনকে গুমের পর টাস্কফোর্স ফর ইন্টারোগেশন-টিএফআই সেলে নির্যাতনের ঘটনায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও ১০ সেনাকর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ আজকের পরিবর্তে দেয়া হবে মঙ্গলবার।   

এই মামলায় গ্রেফতার থাকা ১০ সেনা কর্মকর্তাকে শনিবার (২০ ডিসেম্বর) সকালে সেনানিবাসের সাময়িক কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের উপস্থিতিতেই বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার কথা ছিলো। কিন্তু গুমের মামলায় আসামিপক্ষের আবেদন আরো দুইদিন শুনবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ গঠন হলে আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হয়ে যাবে। 

গ্রেফতার থাকা সেনাকর্মকর্তারা হলেন ৪ জন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান ও মাহাবুব আলম। এছাড়া ৪ জন কর্নেল কেএম আজাদ, আবদুল্লাহ আল মোমেন, আনোয়ার লতিফ খান, মো. মশিউর রহমান এবং ২ জন লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও মো. সারওয়ার বিন কাশেম। একই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য রয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2