খাগড়াছড়িতে বিএনপির ২৬০ নেতাকর্মীর জামিন মঞ্জুর
খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন মামলায় জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়াসহ ২৬০ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জেলা অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ এ জামিন মঞ্জুর করেন।
এ জামিনের ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কয়েক হাজার বিএনপি নেতাকর্মী জড়ো হয়। জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, কোষাধ্যক্ষ মুফিজুর রহমান, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহিদুল আলম ও জেলা কৃষকদলের সভাপতি পারদর্শ বড়ুয়া।
এর আগে, গত ৭ আগস্ট সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলাম-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলায় বিএনপির নেতাকর্মীদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন।
বিভি/এ.জেড
মন্তব্য করুন: