ডক্টর ইউনূসের মামলায় ভিন্ন মোড়

ছবি: ফাইল ফটো
ভিন্ন মোড় নিয়েছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলা। স্বপক্ষে যুক্তি উপস্থাপনের দ্বিতীয় দিনে রবিবার (২৬ নভেম্বর) বিচারকের সাথে বাদানুবাদ হয় ইউনূসের আইনজীবীর। সাক্ষীর জবানবন্দির সার্টিফাইড কপির সাথে, মূল নথির মিল না থাকার অভিযোগ উঠে এদিন।
ডক্টর ইউনূসের আত্মপক্ষে যুক্তি উপস্থাপনের দ্বিতীয় দিনের শুরুতেই তৈরি হয় জটিলতা। সাক্ষীর জবানবন্দির মূল কপিতে ৫ জনের সই থাকলেও, আইনজীবীদের তোলা সার্টিফাইড কপিতে সই আছে ৩ জনের। এ নিয়ে এজলাসে চলে বিচারক ও আইনজীবীর বাদানুবাদ। এ পর্যায়ে এটি টাইপ রাইটারের ভুল এবং এমনটা হতেই পারে বলে মত দেয় আদালত।
কিন্তু, বিষয়টি মানতে নারাজ ডক্টর ইউনূসের আইনজীবী বলেন, তাদের পক্ষের কঠোর অবস্থানের যে যুক্তি, সেখানে ভুল হলে; তারা আর মামলা চালাবেন না। প্রয়োজনে হাইকোর্ট গিয়ে এর সুরাহা করবেন। বিচারকও সাফ জানিয়ে দেন, আদালতের কাছে থাকা, মূল কপির বাইরে যাওয়ার সুযোগ নেই।
আইনজীবী বলেন, মামলা চলাকালীন ডক্টর ইউনূস সম্পর্কে পরারাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘে যে বিবৃতি দিয়েছে তা মনগড়া, ভিত্তিহীন। যা বিচার কার্যক্রমকে প্রভাবিত করবে।
বিভি/এমআর
মন্তব্য করুন: