• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তিন ভাই-বোনকে খুনের দায়ে ২ জনকে মৃত্যুদণ্ডাদেশ

প্রকাশিত: ১৯:৩৮, ১৮ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
তিন ভাই-বোনকে খুনের দায়ে ২ জনকে মৃত্যুদণ্ডাদেশ

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় দুই ভাই ও এক বোনসহ তিনজনকে খুনের দায়ে দুইজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামাল সিকদার বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলো- আবুল কাসেম প্রকাশ ওরফ জামাই কাসেম ও ইউসুফ প্রকাশ ওরফ বাইট্টা ইউসুফ। 
মৃত্যুদণ্ডাদেশের পাশাপাশি আসামিদের প্রত্যেককে দু'লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়। মামলার অপর দুই আসামি শিবির ক্যাডার গিট্টু নাসির ও ফয়েজ উল্লাহ র‍্যাবের হাতে নিহত হওয়ায় এ মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। 

নগরীর বায়েজিদ এলাকায় দক্ষিণ পাহাড়তলী মৌজার ৩৬ শতক জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ২০০৪ সালের ১৯ জুন বাদি আয়েশা আক্তার শিল্পীর স্বামী সাইফুল ইসলাম, ননদ মনোয়ারা বেগম ও ভাসুর আলমগীরকে গুলি করে হত্যা করে আসামিরা। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2