• NEWS PORTAL

  • শুক্রবার, ১৭ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূসের জামিন

প্রকাশিত: ১৩:৪২, ২ মে ২০২৪

ফন্ট সাইজ
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূসের জামিন

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫কোটি ২২লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় ড. মুহাম্মদ  ইউনূসসহ ১৪জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে আগামী দোসরা জুন পরবর্তী শুনানীর জন্য দিন ধার্য করেন। পরে ড. ইউনূস সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য না মিথ্যা তা বিবেচনার ভার দেশের মানুষের।

বৃহস্পতিবার (২ মে) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে ড. মুহাম্মদ ইউনুসের জামিন আবেদন করেন তার আইনজীবী। একইসঙ্গে শুনানি পেছানোরও আবেদন করা হয়।

রাষ্ট্রপক্ষ প্রস্তুত থাকলেও উভয়পক্ষের বক্তব্য শুনে চার্জ গঠনের শুনানি পিছিয়ে দেন আদালত। একই সঙ্গে পূর্বশর্তে সব আসামিদের জামিন মঞ্জুর করেন। শুনানি শেষে মামলার কার্যক্রম নিয়ে একে অন্যের বিরোধিতা করেন দুদক ও বিবাদির আইনজীবী।

ড.ইউনুস বলেন, তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না।

গত বছরের ত্রিশ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক০কর্মচারীদের কল্যাণ ত৯বিলৈর ২৫কোটি ২২লাখ টাকা আত্মসাতের অভিযোগে ড. মুহাম্মদ ইউনুসসহ ১৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। 


 

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2