• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দুই বিবেচনায় সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন মঞ্জুর

প্রকাশিত: ১৭:০২, ৯ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
দুই বিবেচনায় সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের জামিন মঞ্জুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় অসুস্থতা ও বয়স বিবেচনায় সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে জামিন দিয়েছেন আদালত। সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন আজ বুধবার (৯ অক্টোবর) বেলা আড়াইটা জামিন আবেদনের শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

এম এ মান্নানের জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন তার পক্ষে শুনানিতে অংশ নেওয়া সিনিয়র আইনজীবী আবদুল হামিদ। তিনি বলেন, বয়স ও অসুস্থতা বিবেচনায় আদালত তাকে জামিন দিয়েছেন। 

এর আগে সকাল ১১টার দিকে একই আদালতে এমএ মান্নানের জামিন শুনানির সময় আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়। এর এক পর্যায়ে বিচারক এজলাস থেকে নেমে যান। এরপর দুপুর আড়াইটার দিকে জামিন শুনানির সময় ওয়াকআউট করেন বাদীপক্ষের আইনজীবীরা।

বাদীপক্ষের আইনজীবী মাসুক আলম বলেন, নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে জামিন আবেদন করার অন্তত এক সপ্তাহ পরে জামিন শুনানির তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু আদালত অস্বাভাবিকভাবে একদিন আগে করা আবেদন জামিন শুনানির জন্য পরের দিন নির্ধারণ করেছেন। যা ইনটেনশনালি করা হয়েছে। আমরা এই শুনানির বিরোধিতা করলে আদালতে উত্তেজনা শুরু হয় এবং বিচারক এজলাস ছেড়ে চলে যান।

গত ১৯ সেপ্টেম্বর শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে এম এ মান্নানকে গ্রেফতার করে পুলিশ। গত শনিবার তিনি সুনামগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরে সিলেট কেন্দ্রীয় কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গতকাল মঙ্গলবার সকালে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

সুনামগঞ্জ পৌর শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শিক্ষার্থী জহুর আহমদের ভাই জেলার দোয়ারাবাজার উপজেলা বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়।

বিভি/টিটি

মন্তব্য করুন: