নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি ১৩ মে

ছবি: ফাইল ফটো
রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলামীর করা আপিলের শুনানির দিন ধার্য্য হয়েছে ১৩ মে। বুধবার (৭ মে) জামায়াতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির আপিল বিভাগে বলেছেন, জামায়াতে ইসলামীর নিবন্ধন না থাকায় দেশে গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মামলাটি দ্রুত শুনানি প্রয়োজন বলে আদালতে উপস্থাপন করা হয়। এ সময় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ আপিল শুনানির জন্য আগামী ১৩ মে দিন ধার্য করেন।
গত বছরের ২২ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথ সুগম হয়।
বিভি/এমআর
মন্তব্য করুন: