• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চট্টগ্রামে জোড়া খুন মামলার প্রধান আসামি ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ১৫:৩৭, ৭ মে ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রামে জোড়া খুন মামলার প্রধান আসামি ৫ দিনের রিমান্ডে

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া অ্যাক্সেস রোডে চলন্ত প্রাইভেটকারে গুলি করে জোড়া খুনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. হাসানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৭ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিলের আদালতে পুলিশ ১০ দিনের রিমান্ড জানালে আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ২ মে দিবাগত রাতে নোয়াখালীর হাতিয়া থানার নলের চর ভূমিহীন বাজার এলাকা থেকে মো.হাসানকে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ। 

গত ৩০ শে মার্চ দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অবৈধ বালুর মহালকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের আধিপত্যের দ্বন্দ্বে একাধিক মোটরসাইকেলে করে ফিল্মি স্টাইলে প্রতিপক্ষকে বহনকারী একটি প্রাইভেট কারকে ধাওয়া দেয় আরেক সন্ত্রাসী গ্রুপ। ধাওয়া দিয়ে কয়েক কিলোমিটার দূরে নগরীর বাকলিয়া অ্যাক্সেস রোডে আনার পর ওই প্রাইভেট কার লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে আবদুল্লাহ এবং মানিক নামে দুজনকে হত্যা করে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয় আরো দুজন। 

হত্যাকাণ্ডের পর নিহতদের স্বজন ও আহতরা দাবী করেন, সম্প্রতি গ্রেফতার হওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারীরা এ হত্যাকান্ড ঘটিয়েছে। জোড়া খুনের এ ঘটনায় নগরীর বাকলিয়া থানায় খুনের শিকার মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে কারাবন্দী শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার পর এই জোড়া খুনের মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
 

বিভি/এসজি

মন্তব্য করুন: