• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুরুতর পাঁচ অভিযোগ

প্রকাশিত: ১৪:৩৮, ১২ মে ২০২৫

আপডেট: ১৪:৩৯, ১২ মে ২০২৫

ফন্ট সাইজ
শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুরুতর পাঁচ অভিযোগ

ছবি: সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর

‘শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি অভিযোগ পাওয়া গেছে। প্রথম অভিযোগ হলো, উসকানিমূলক। আর দ্বিতীয়টা, নির্দেশ। এ বিষয়ে তার বহু কল রেকর্ড আছে। যেখানে তিনি মার্ডারের নির্দেশ ও অঙ্গহানির নির্দেশ পর্যন্ত দিয়েছেন। পাশাপাশি সুনির্দিষ্ট তিনটি ঘটনাকেন্দ্রিক কিছু অভিযোগ এসেছে, যা পরে জানানো হবে।’ সোমবার (১২ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্টের গণহত্যার মাস্টারমাইন্ড হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর তা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র আকারে দাখিল করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর।

মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘আজ জুলাই-আগস্টের গণহত্যার প্রধান মাস্টারমাইন্ড শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। অন্যরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহা পরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ তিন জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।’

তিনি বলেন, ‘এ প্রতিবেদন হাতে পাওয়ার পর সবকিছু দেখে বিবেচনা করে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করা হবে।’ 

বিভি/এমআর

মন্তব্য করুন: