ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলা
মাঝপথ থেকে ফিরে গেলো বাংলাদেশগামী দুটি ফ্লাইট

ফাইল ছবি
ভারত-পাকিস্তানের হামলা-পাল্টা হামলায় আকাশসীমায় তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। হামলার জেরে আকাশপথে নিরাপত্তা হুমকির মুখে পড়ে আন্তর্জাতিক বিমান চলাচল। তারই প্রভাবে বাংলাদেশগামী দুটি ফ্লাইট মাঝ আকাশ থেকেই ফিরে যেতে বাধ্য হয়।
ফ্লাইট দুটি হলো—তুরস্ক থেকে ছেড়ে আসা তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট টিকে-৭১২ এবং কুয়েত সিটি থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের ফ্লাইট জে-৯৫৩৩। উভয় ফ্লাইটেরই পাকিস্তানের আকাশপথ হয়ে ভারতের উপর দিয়ে বাংলাদেশে প্রবেশের কথা ছিল।
ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, মাঝপথে সিদ্ধান্ত বদল করে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি বাংলাদেশ না এসে ওমানের মাসকট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অন্যদিকে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটটি দেড় ঘণ্টা আকাশে থাকার পর ফিরে যায় কুয়েত সিটিতে।
এ পরিস্থিতির মধ্যেও ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে আসা বেশ কয়েকটি ফ্লাইট পাকিস্তানের আকাশ ব্যবহার করে গন্তব্যে যাচ্ছে। এসব ফ্লাইটকে বিকল্প রুটে চালানো হচ্ছে, ফলে যাত্রায় বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি।
বিভি/এসজি
মন্তব্য করুন: