• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ইশরাক হোসেনের বিরুদ্ধে করা সেই রিট খারিজ, শপথে বাধা নেই জানালেন আইনজীবী

প্রকাশিত: ১১:৩৫, ২২ মে ২০২৫

আপডেট: ১১:৫৯, ২২ মে ২০২৫

ফন্ট সাইজ
ইশরাক হোসেনের বিরুদ্ধে করা সেই রিট খারিজ, শপথে বাধা নেই জানালেন আইনজীবী

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট স্থগিত চেয়ে করা রিট খারিজ করেছেন আদালত। যে কারণে ডিএসসিসির মেয়র হিসাবে তার শপথ নিতে আর কোনো বাধা নেই। বৃহস্পতিবার (২২ মে) আদালত এই আদেশ দেন।

বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই আদেশের ফলে, ইশরাক হোসেনকে শপথ দিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

ইশরাক হোসেনের আইনজীবীরা বলছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে তাকে শপথ পড়াতে আর কোনো বাঁধা নেই। এছাড়াও আদালতের নির্দেশ মেনে শপথ না দিলে আদালত অবমাননা হবে বলে জানান আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।

এছাড়াও, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, এই রিট জনস্বার্থে নয়, রাজনৈতিক স্বার্থে। শপথ নিতে বাধা নেই, কোন বাঁধা দেওয়া হলে আদালত অবমাননা হবে। উপদেষ্টার আচরণে মানুষ ভাববে তিনি কোন পার্টির স্বার্থে এগুলো করছেন। যারা রিট করেছেন তাদের কোন রিট করার আইনগত অধিকার নেই। যেতে হলে নির্বাচনি ট্রাইব্যুনালে যেতে হবে।

প্রসঙ্গত, মেয়রের পদে শপথ থেকে বিরত রাখা, ট্রাইব্যুনালের রায় এবং গেজেট বাতিল চেয়ে করা রিটের আদেশের জন্য নির্ধারিত ছিলো বুধবার (২১ মে)। কিন্তু, আদালত শুরুতেই জানান তারা সবার কথা শুনতে চান তাই রুল এবং স্থিতাবস্থা দেবেন। এসময় ইশরাকের আইনজীবীরা আদালতের এই অভিমতের সাথে দ্বিমত পোষণ করে তাদের যুক্তি তুলে ধরেন। রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম মুসাও রিট করার পক্ষের যুক্তি তুলে ধরেন। দু'পক্ষের শুনানী শেষে আদালত আজ (বৃহস্পতিবার) উক্ত রিটটি খারিজ করেন।

 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2