• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

শেখ হাসিনার বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৭ আগস্ট

প্রকাশিত: ১৭:৩৮, ৬ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
শেখ হাসিনার বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৭ আগস্ট

ছবি: শেখ হাসিনা

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ আগস্ট দিন ধার্য করা হয়েছে। বুধবার (৬ আগস্ট)  তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

এর আগে, আজ বুধবার (৬ আগস্ট) সকালে মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়।

গত রবিবার এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সেদিন আন্দোলনে আহত খোকন চন্দ্র বর্মন সাক্ষ্য দেন। এরপর থেকে এখন পর্যন্ত আরও চারজন পর্যায়ক্রমে সাক্ষ্য দিয়েছেন।

মামলার সাক্ষীরা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড উল্লেখ করে তাদের বিচার দাবি করেন। সেইসাথে তারা বিভীষিকাময় সেই দিনগুলোর কথা তুলে ধরেন।

প্রসঙ্গত, গত ১০ জুলাই জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন।

বিভি/এআই

মন্তব্য করুন: