লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আদালতে তোলা হবে আজ

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও অধ্যাপক হাফিজুর রহমান কার্জনসহ ১৬ জনকে শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টায় আদালতে তোলা হবে। শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলা রয়েছে তাদের বিরুদ্ধে।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে আটক হওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে সন্ত্রাস দমন আইনে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
তিনি বলেন, লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে আজকের (গতকাল) ঘটনায় সন্ত্রাস দমন আইনে শাহবাগ থানায় করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
বিভি/টিটি
মন্তব্য করুন: