• NEWS PORTAL

  • বুধবার, ২০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বান্নার পদত্যাগের আবেদন

প্রকাশিত: ১৭:২৬, ১৯ আগস্ট ২০২৫

আপডেট: ১৭:২৭, ১৯ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বান্নার পদত্যাগের আবেদন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. হাসানুল বান্না অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগের আবেদন করেছেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে তিনি এই আবেদন করেন। মঙ্গলবার (১৯ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানান।

মোনাওয়ার হুসাইন তামীম জানান, শারীরিক অসুস্থতার কারণে প্রসিকিউটর হাসানুল বান্না চিফ প্রসিকিউটর বরাবর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। চিফ প্রসিকিউটর তার আবেদন মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে জন্ডিস ও লিভারজনিত রোগে আক্রান্ত। নিয়োগের পর কয়েকদিন অফিস করার পরই তার শরীরে এই জটিল রোগ ধরা পড়ে। এরপর থেকেই তিনি ছুটিতে ছিলেন।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান রাজশাহী জজ কোর্টের আইনজীবী হাসানুল বান্না।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2