• NEWS PORTAL

  • বুধবার, ২০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘নিউরোসায়েন্সে ভর্তি ১৬৭ জুলাই আহতদের বেশিরভাগের মাথায় খুলি ছিলো না’

প্রকাশিত: ১৬:০১, ২০ আগস্ট ২০২৫

আপডেট: ১৬:০১, ২০ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
‘নিউরোসায়েন্সে ভর্তি ১৬৭ জুলাই আহতদের বেশিরভাগের মাথায় খুলি ছিলো না’

জুলাই আন্দোলন চলাকালীন সময়ে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি ১৬৭ জুলাই আহতদের বেশিরভাগের মাথায় খুলি ছিলো না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে এমন সাক্ষ্য দিয়েছেন হাসপাতালটির সহযোগী অধ্যাপক।

জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিন জনের বিরুদ্ধে ১৩ তম ব্যক্তি হিসেবে বুধবার (২০ আগস্ট) এই সাক্ষ্য দেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের  প্রসিকিউটর, মিজানুল ইসলাম।

একই দিন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও ৩ জন। সাক্ষ্যগ্রহণ করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল।

এ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও আসামি হিসেবে রয়েছেন। নিজের দায় স্বীকার করে এ মামলার রাজসাক্ষী হন তিনি। এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ১৩ জন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2