আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় ১৬ আসমির বিচার শুরু

ফাইল ছবি
আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরু; ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।
জুলাই-আগস্টের আন্দোলনের সময় আশুলিয়ায় ৬ জন যুবককে গুলি করে হত্যা ও জীবন্ত পুড়িয়ে ফেলার ঘটনায় অভিযুক্ত ১৬ জনের বিচার শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার বিষয়ে রায় ঘোষণা করেন। এর মাধ্যমে মামলার বিচারিক কার্যক্রম শুরু হলো।
এর আগে, গত ৭ আগস্ট প্রসিকিউশন তাদের অভিযোগ গঠন বিষয়ক শুনানি শেষ করে। গত ২ জুলাই প্রসিকিউশন এই মামলায় ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয়। গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় এই ভয়াবহ ঘটনা ঘটে। পুলিশের গুলিতে ছয়জন তরুণ প্রাণ হারান। এরপর তাদের মৃতদেহ একটি পুলিশ ভ্যানে তুলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বিভি/এআই
মন্তব্য করুন: