জামিন নামঞ্জুর করে বিএনপি নেতা মামুন হাসানকে কারাগারে প্রেরণ

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসানের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা সিএমএম কোর্টে আত্মসমর্পণ করেন মামুন হাসান। পরে, তার পক্ষে জামিন আবেদন করা হলেও তা নামঞ্জুর করে মামুন হাসানকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।
জানা যায়, স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের দেওয়া মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলার রায়ে সাজাপ্রাপ্ত ছিলেন।
উল্লেখ, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন (কাফরুল ও মিরপুর) এর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছিলেন এবং জোট সমঝোতার কারণে দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আসন ছেড়ে দেন মামুন হাসান। স্বৈরাচারবিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব প্রদানের কারণে বিগত ১৭ বছর বিভিন্ন সময়ে ৪২৬টি মিথ্যা মামলার শিকার হন এবং ১৭ বছরের সাজাপ্রাপ্ত হন তিনি।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: