বেঁচে থাকতে ছেলে হত্যার বিচার দেখে যাওয়ার আকুতি আবু সাঈদের বাবার

বেঁচে থাকতে ছেলের হত্যাকারীদের বিচার দেখে যাওয়ার আকুতি জানিয়েছেন শহীদ আবু সাইদের বাবা। জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের বাবা মকবুল হোসেন সাক্ষ্য দেওয়ার সময় আদালতের কাছে এই দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২’এ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আবু সাইদের বাবাকে দিয়ে। এছাড়া এনটিভির রংপুরের প্রতিনিধি সিনিয়র রিপোর্টার এ কে এম মঈনুল হক ও এনটিভির ক্যামেরাপারসন আসাদুজ্জামান আরমান সাক্ষ্য দেবেন।
এর আগে গতকাল বুধবার এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের সময়, রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে জুলাই-আগস্টে ছাত্র-জনতাকে যেভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে, আগামীতে কোনো সরকার যেন সেই দুঃসাহস না দেখায়, সেজন্য ট্রাইব্যুনালের কাছে ন্যায়বিচার নিশ্চিত করার আবেদন জানান চিফ প্রসিকিউটর।
গত ৬ আগস্ট আবু সাঈদকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এর মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয় সেদিন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক ড. হাসিবুর রশিদসহ এই মামলার মোট আসামি ৩০ জন। এর মধ্যে গ্রেফতার থাকা ৬ আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ চলছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: