আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু

ছবি: শহীদ আবু সাঈদ
জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সূচনা বক্তব্য রাখেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সাক্ষ্যগ্রহণ শুরু হবে কাল।
বুধবার (২৭ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে ছয় আসামির উপস্থিতিতে সূচনা বক্তব্য শেষ হয়। এ সময় সাঈদের বাবা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তিনি কাল বৃহস্পতিবার সাক্ষ্য দেবেন।
এই মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঐ সময়ের ভিসি হাসিবুর রশিদসহ ৩০ আসামির মধ্যে ২৪ জন পলাতক। মামলায় গ্রেফতার ছয় আসামিকে এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ৪৬জন প্রত্যক্ষ সাক্ষীসহ ৬২ সাক্ষীর নাম দেওয়া হয়েছে মামলায়।
কীভাবে জুলাই আন্দোলন দমন শেষে শেখ হাসিনা উস্কানি ও নির্দেশনা দিয়েছেন, সূচনা বক্তব্যে তা তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
বিভি/এআই
মন্তব্য করুন: