• NEWS PORTAL

  • শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

সকল আদালতের কার্যতালিকা অনলাইনে দিতে সুপ্রিম কোর্টের নির্দেশনা

প্রকাশিত: ১২:৫৭, ৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
সকল আদালতের কার্যতালিকা অনলাইনে দিতে সুপ্রিম কোর্টের নির্দেশনা

ফাইল ছবি

দেশের সকল আদালতের দৈনিক কার্যতালিকা শতভাগ অনলাইনে দিতে বিশেষ নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে বুধবার (৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত একটি সার্কুলার জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, অনলাইন কজলিস্ট সিস্টেম পরিপূর্ণভাবে ডেভেলপ করা হলেও দেশের প্রত্যেকটি জেলার আদালতগুলোর কার্যতালিকার তথ্য প্রতিদিন করা হচ্ছে না। যার কারণে বিচারপ্রার্থী জনগণকে তাদের নিজ নিজ মামলা সম্পর্কে তথ্য জানার জন্য আদালতে আসতে হচ্ছে। ফলে বিচার বিভাগ থেকে সেবা গ্রহীতারা বিচার বিভাগ সংশ্লিষ্ট তথ্য পেতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিচার বিভাগে ডিজিটালাইজেশনের সুফল বিচারপ্রার্থী জনগণের কাছে পৌঁছে দিতে অনলাইন কজলিস্ট সিস্টেম নিয়মিত হালনাগাদ করা একান্ত আবশ্যক।

প্রজ্ঞাপনে বলা হয়, বিচার ব্যবস্থা আধুনিকায়নের নিমিত্ত এবং বিচারিক সেবা সহজ করার লক্ষ্যে দেশের সব আদালতের অনলাইন কজলিস্ট সিস্টেম নিয়মিত হালনাগাদ করার জন্য অত্র কোর্ট নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করা হলেও, এই নির্দেশনা যথাযথভাবে পালন করা হচ্ছে না। এমতাবস্থায়, বিচার ব্যবস্থা আধুনিকায়নের নিমিত্ত এবং বিচারিক সেবা সহজ করার লক্ষ্যে দেশের সব আদালতের অনলাইন কজলিস্ট সিস্টেম নিয়মিত যথাযথভাবে হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হলো।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2