• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

শেখ হাসিনার সাজা বাড়াতে আপিলে যাচ্ছে প্রসিকিউশন

প্রকাশিত: ১৬:১৭, ২৭ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
শেখ হাসিনার সাজা বাড়াতে আপিলে যাচ্ছে প্রসিকিউশন

মানবতাবিরোধী অপরাধের একটি অভিযোগে শেখ হাসিনার সাজা বাড়াতে আপিলে করবে প্রসিকিউশন। এর আগে ওই অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে তার বিরুদ্ধে এই আপিল করবে প্রসিকিউশন। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রসিকিউশন রায়ের কপি হাতে পেয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে মানবতাবিরোধী অপরাধের যে অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আপিল করা হবে।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানকে তথাকথিত বিপ্লব ও সরকারের বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে বিচারের আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছেন সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এ বিষয়ে আংশিক শুনানি হয়। যদিও শুনানিতে ইনুর কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সরকার গঠিত হয়েছে জনগণের আকাঙ্ক্ষা ও জুলাই বিপ্লবের মাধ্যমে। জুলাই হত্যাযজ্ঞের বিচারের জন্যই এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। সরকার কাউকেই দায়মুক্তি দেয়নি। অথচ বিপ্লব ও সরকার নিয়ে প্রশ্ন তুলছে আসামিপক্ষ, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল।

এদিন একই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলার ২১তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে এ মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৯ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। অন্যদিকে জুলাই-আগস্টে ময়মনসিংহে তিনজনকে হত্যা মামলায় আগামী ২৮ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এছাড়া রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2