• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব-তার স্ত্রী ও ভাই-ভাবির দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ২৩:০০, ৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২৩:০০, ৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব-তার স্ত্রী ও ভাই-ভাবির দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, তার স্ত্রী হোসনেয়ারা বেগম, ভাই প্রণব কুমার সরকার এবং ভাবি শাহানারা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আখতারুল ইসলাম। দুদকের সহকারী পরিচালক রাসেল রনি আদালতে এ নিষেধাজ্ঞার আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, বিপ্লব কুমার সরকার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সরকারি চাকরির সুযোগ নিয়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে। তাদের নামে এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ২১টি ব্যাংকের ৩২৫টি হিসাব, ২টি আর্থিক প্রতিষ্ঠানের ৩টি হিসাব এবং ৭টি ব্রোকারেজ হাউজের ১৩টি হিসাব মিলিয়ে মোট ৩৪১টি হিসাবের মাধ্যমে ৩০ কোটি ৭২ লাখ টাকা জমা এবং ৩০ কোটি ১৩ লাখ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় তদন্ত চলছে। অভিযোগ অনুযায়ী, বিপ্লব কুমার সরকার ও সংশ্লিষ্টরা দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ যাত্রা বন্ধ করা জরুরি বলে আদালত বিবেচনা করেছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2