• NEWS PORTAL

  • শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

বাগেরহাট-গাজীপুরের সীমানা নিয়ে ইসির জারি করা গেজেট অবৈধ ঘোষণা

প্রকাশিত: ১৩:৩১, ১০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বাগেরহাট-গাজীপুরের সীমানা নিয়ে ইসির জারি করা গেজেট অবৈধ ঘোষণা

বাগেরহাট ও গাজীপুরের সীমানা নিয়ে নির্বাচন কমিশনের জারি করা গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রায়ে বলা হয়েছে, বাগেরহাটের সংসদীয় আসন চারটি ও গাজীপুরে পাঁচটি আসন থাকবে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ দুই দিনের শুনানি শেষে এ রায় দেয়।

এর আগে, গত ১০ নভেম্বর বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি এবং গাজীপুরের পাঁচটি থেকে বাড়িয়ে ছয়টি নির্ধারণ করে জারি হওয়া নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনকে অবৈধ বলে ঘোষণা করে হাইকোর্ট।

এ সংক্রান্ত রিটের রায়ে একইসঙ্গে আগের সীমানা অনুযায়ী বাগেরহাটে চারটি এবং গাজীপুরে পাঁচটি আসন বহাল রাখতে ইসিকে নির্দেশ দিয়েছেন আদালত।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2