• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

আজ সুপ্রিম কোর্ট দিবস 

বাসস

প্রকাশিত: ১৪:০৩, ১৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আজ সুপ্রিম কোর্ট দিবস 

আজ (বৃহস্পতিবার) ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’। এই উপলক্ষে আজ এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। 

এছাড়া এই আলোচনা সভায় আরও উপস্থিত থাকবেন— সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, এটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ও ভারপ্রাপ্ত সম্পাদক, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি ও সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

২০১৭ সালের ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়, ফুলকোর্ট সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রথম যেদিন উচ্চ আদালতের কার্যক্রম শুরু হয়েছিল (১৯৭২ সালের ১৮ ডিসেম্বর) সেই দিন ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’ পালন করা হবে। ওই সিদ্ধান্তের পর থেকে প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালন করা হচ্ছে। এবার নবম বারের মতো দিবসটি পালিত হচ্ছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2