• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

১ ও ২ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন 

প্রকাশিত: ১৬:০২, ১৮ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
১ ও ২ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন 

২০২৬ সালের ১ ও ২ এপ্রিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। 

এ সময় আইনজীবী সমিতির সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেন, আমরা আশা করছি আগামী ১ এপ্রিল ও ২ এপ্রিল দুইদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠান করার জন্য নীতিগতভাবে আমরা একমত হয়েছি। একই সঙ্গে এই নির্বাচনের জন্য আগামী ৭ জানুয়ারির মধ্যে ভোটার তালিকা প্রস্তুত করা হবে। ভোটার তালিকার আমরা প্রস্তুত করব।

আগামী ফেব্রুয়ারির মাসেই তফসিল ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2