১৬ জনকে গুমের পর টিএফআই সেলে নির্যাতন
হাসিনা ও ১০ সেনাকর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
আওয়ামী লীগ আমলে ১৬ জনকে গুমের পর টিএফআই সেলে নির্যাতনের ঘটনায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১০ সেনাকর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেয়া হবে আজ।
এই মামলায় গ্রেফতার থাকা ১০ সেনা কর্মকর্তাকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে সেনানিবাসের সাময়িক কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে গত রবিবার তিন আসামিপর পক্ষে করা অব্যাহতি আবেদনের ওপর শুনানির জন্য আরও দু'দিন সময় দেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এজন্য অভিযোগ গঠনের বিষয়ে আদেশের তারিখ পিছিয়ে আজ নির্ধারণ করা হয়।
গ্রেফতার থাকা সেনাকর্মকর্তারা হলেন, ৪ জন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান ও মাহাবুব আলম। এছাড়া ৪ জন কর্নেল কেএম আজাদ, আবদুল্লাহ আল মোমেন, আনোয়ার লতিফ খান, মো. মশিউর রহমান এবং ২ জন লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও মো. সারওয়ার বিন কাশেম। র্যাবে থাকাকালীন এই আসামিরা গুমের সঙ্গে জড়িত ছিলেন বলে রাষ্ট্রপক্ষের দাবি।
বিভি/এজেড




মন্তব্য করুন: