আইনজীবী আলিফ হত্যা: জজ আদালতে মামলা প্রেরণের আদেশ
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–১ এর ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক মামলাটি মহানগর দায়রা জজ আদালতে প্রেরণের আদেশ প্রদান করেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এই আদেশ প্রদানের সময় শহীদ আইনজীবী আলিফের পিতা ও মামলার বাদী জামাল উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।
বাদির আইনজীবী এডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, নৃশংস ও চাঞ্চল্যকর আলিফ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা গত ১ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। ১৫ আগস্ট শুনানি শেষে আদালত ওই চার্জশিট গ্রহণ করেন। চার্জশিটভুক্ত মোট ৩৯ জন আসামির মধ্যে ১৭ জন বর্তমানে পলাতক। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ক্রোকি ও হুলিয়া জারি করা হয়েছে এবং পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিম্ন আদালতের সকল আইনানুগ কার্যক্রম সম্পন্ন হওয়ায় মামলাটি বর্তমানে বিচার উপযোগী (Ready for Trial) অবস্থায় রয়েছে।
মামলার বাদী জামাল উদ্দিন জানান, এত গুরুত্বপূর্ণ ও জাতীয়ভাবে আলোচিত একটি মামলা হওয়া সত্ত্বেও এখনো দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর বিষয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত না আসায় জনমনে গভীর উদ্বেগ ও হতাশা বিরাজ করছে।ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন করার স্বার্থে মামলাটি অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা আমাদের দাবি।
গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সংঘটিত এই নৃশংস ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সারা দেশকে নাড়িয়ে দেয়।শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হন-যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচার বিভাগের নিরাপত্তা এবং আইনের শাসনের মৌলিক ভিত্তিকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
২০২৪ সালের ২৫ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে রাষ্ট্রদোহের অভিযোগে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে চিন্ময় দাসের অনুসারীরা বিক্ষোভ শুরু করে এবং কারাগারে নিয়ে যেতে বাধা প্রধান করে। এসময় আদালত চত্বরে ভাংচুর চালায় চিন্ময় অনুসারীরা।
বিক্ষোভের একপর্যায়ে চট্টগ্রাম আদালতের অদূরে বিপরীতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে চিন্ময় কৃষ্ণের অনুসারীরা।
বিভি/এজেড




মন্তব্য করুন: