জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৪ জানুয়ারি
শতাধিক গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আগামী ১৪ জানুয়ারি নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১’এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আসামিপক্ষের আইনজীবীরা জিয়াউল আহসানের অব্যাহতি চেয়ে শুনানি করেছেন। এর আগে গত ৪ জানুয়ারি প্রসিকিউশন পক্ষ অভিযোগ গঠনের বিষয়ে তাদের শুনানি শেষ করে। সে সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত ১০৩টি গুম ও হত্যার ঘটনায় জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করেন এবং অভিযোগ গঠনের আবেদন জানান।
মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগে গত ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল ১।
এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২’এ রংপুরে শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্তকারী কর্মকর্তার তৃতীয় দিনের জেরা চলছে। সকালে এসব মামলার আটজন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: