• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

ওয়েবসাইটে প্রকাশ করা হলো শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় 

প্রকাশিত: ১৩:৫৫, ১৩ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ওয়েবসাইটে প্রকাশ করা হলো শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় 

পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চব্বিশের উত্তাল জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ৪৫৭ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ওয়েবসাইটে।

গত ১৭ নভেম্বর একটি অভিযোগে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরেকটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড হয়।

যে অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। মামলার রায়ের কপিটি অনলাইনে দেখতে ক্লিক করুন এখানে।

বিভি/এজেড

মন্তব্য করুন: