• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সিলেটে জনসভায় প্রধানমন্ত্রীকে হত্যা পরিকল্পনা মামলায় তিন হুজি সদস্য আদালতে

প্রকাশিত: ১৪:৩২, ২১ মার্চ ২০২৩

আপডেট: ১৪:৩২, ২১ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
সিলেটে জনসভায় প্রধানমন্ত্রীকে হত্যা পরিকল্পনা মামলায় তিন হুজি সদস্য আদালতে

সিলেটে নির্বাচনী জনসভায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা মামলায় তিন হুজি সদস্যকে সাক্ষীর জন্য আদালতে হাজির করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমিন বিপ্লবের আদালতে তাদের হাজির করা হয়।

তারা হলেন হুজি সদস্য মাওলানা আবু সাঈদ, আবু ওবায়েদ ও শাহজাহান। ২০০১ সালের ২৫ সেপ্টেম্বর জঙ্গি সংগঠন হুজির সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালায়।

শেখ হাসিনার জনসভা ছিল সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে। তিনি সভাস্থলে পৌঁছার পর রাত আটটার দিকে কাছাকাছি এলাকায় একটি মেসে জঙ্গিদের তৈরি বোমা বিস্ফোরণ হয়। শেখ হাসিনা তখন সভামঞ্চে ছিলেন। এ ঘটনায় ঘটনাস্থলেই দুই জঙ্গি নিহত হন। 

বিভি/রিসি

মন্তব্য করুন: