• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রধানমন্ত্রী সাথে সিরসেনার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪:৪০, ১৪ জুলাই ২০১৭

আপডেট: ১৪:৪০, ১৪ জুলাই ২০১৭

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রী সাথে সিরসেনার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরসেনার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের শীর্ষ নেতার বৈঠকের পর বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে একটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক সই হয়।

শুক্রবার সকালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুই নেতা একান্ত বৈঠকে অংশ নেন। দুই দেশের প্রতিনিধিদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর শীর্ষ নেতাদের উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

দুই দেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসাবিহীন চলাচলের বিষয়ে একটি চুক্তিতে সই করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী রবী করুনানায়েক।

এছাড়া শিল্প, বাণিজ্য ও কৃষি, উপকূলীয় এলাকায় জাহাজ চলাচল, উচ্চ শিক্ষা, বিনিয়োগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা বিষয়ক বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই করেন দু'দেশের প্রতিনিধিরা। দু'পক্ষই আশা করেন, এই সফর পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরী করবে।

মন্তব্য করুন: