• NEWS PORTAL

  • রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

যাত্রী সেজে ছিনতাই করা চক্রের ২ সদস্য আটক

প্রকাশিত: ২০:২৯, ২ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
যাত্রী সেজে ছিনতাই করা চক্রের ২ সদস্য আটক

ফেনীতে আন্তঃজেলা ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, নিজেদের অটোরিকশায় কৌশলে যাত্রী তুলে সুবিধাজনক স্থানে গিয়ে ছিনতাই করতো এ চক্রটি! 

সোমবার (২ অক্টোবর) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান পুলিশ সুপার জাকির হাসান।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রামের মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে মোমিন উল্লাহ (৬০) ও একই জেলার সুধারাম থানার ধর্মপুর গ্রামের মৃত আবদুল শহিদের ছেলে আবদুল খালেক (৩৫)।

পুলিশ সুপার বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে নোয়াখালী, চট্টগ্রাম মেট্রোপলিটনের বিভিন্ন থানায় ছিনতাই, দস্যুতা, ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আজ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রটির সদস্যরা নিজেদের অটোরিকশা নিয়ে চালক ও যাত্রী সেজে পড়তেন। অটোরিকশায় একজন যাত্রীর জন্য জায়গা ফাঁকা রাখতেন। পরে খালি সিটে যাত্রী উঠিয়ে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইলফোন নিতেন। চক্রটি বেশ কিছুদিন ধরে নোয়াখালী থেকে এসে ফেনী সদর ও ফুলগাজী এলাকায় এসব কাজ করছে। যাত্রী বাছাইয়ের ক্ষেত্রে তারা বেশিরভাগ সময় নারীদের টার্গেট করেন। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা, ফেনী মডেল থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2