• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কুমিল্লায় দুর্বৃত্তের হাতে নির্মমভাবে প্রাণ গেল যুবকের 

প্রকাশিত: ১৮:২০, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
কুমিল্লায় দুর্বৃত্তের হাতে নির্মমভাবে প্রাণ গেল যুবকের 

কুমিল্লা নগরীর ১৯ নং ওয়ার্ড নেউরা এলাকায় এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. শাহ আলম (৩৮), সে নগরীর দক্ষিণ চর্থা থিরা পুকুর পাড় এলাকার নুরু মিয়া ছোট ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর ভুইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

নিহতের মাথায়-ঘাড়ে ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কেনো এ হত্যাকাণ্ড তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে পরে বিস্তারিত পরে বলা যাবে।

নিহত শাহ আলমের বড় ভাই কুমিল্লা মহানগর সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন বলেন, এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না কি কারণে তাকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
 

বিভি/রিসি

মন্তব্য করুন: