• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দীপ্ত টিভির তামিম হত্যা: বিএনপি নেতা রবিকে গ্রেফতারে বাসায় পুলিশের অভিযান

প্রকাশিত: ২০:৩৫, ১১ অক্টোবর ২০২৪

আপডেট: ২০:৩৭, ১১ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
দীপ্ত টিভির তামিম হত্যা: বিএনপি নেতা রবিকে গ্রেফতারে বাসায় পুলিশের অভিযান

রাজধানীর হাতিরঝিল এলাকার মহানগর প্রজেক্টের আবাসিক এলাকায় দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিমকে (৩২) পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপি নেতা রবিউল আলম রবিকে গ্রেফতারে বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। ওই সময় বাসায় কেউ ছিলেন না বলে জানিয়েছেন পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যার পর হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিট রোডে থাকা আলমের বাসায় এই অভিযান চালানো হয়। রাতে এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জিয়াউল হক। 

তিনি জানান, হাতিরঝিলের ঘটনায় ডেভেলপার কোম্পানির মালিক বিএনপি নেতা রবিউল আলমের বাসায় অভিযান চালানো হয়েছে। বাসায় কাউকে পাওয়া যায়নি। গতকাল থেকে তারা বাইরে। তাকে গ্রেফতারে অভিযান চলবে। 

এর আগে, ১০ অক্টোবর মহানগর প্রজেক্টের চার নম্বর রোডের ডি- ব্লকের বাড়ির আটতলার একটি ফ্ল্যাটে দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলামকে হত্যা করা হয়। ঘটনার পরপরই আশপাশের লোকজন তামিমকে উদ্ধার করে মনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের অভিযোগ, নিজেদের জমিতে নির্মিত অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট পাওয়া নিয়ে ডেভেলপার কোম্পানি প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের সঙ্গে তামিমদের বিরোধ চলছিল। এই প্লিজেন্ট কোম্পানীর মালিকানায় রয়েছেন বিএনপি নেতা রবিউল।

এ ঘটনায় ১৬ জনের নামে মামলা করেছে পরিবার। যার মধ্যে তিন নম্বর আাসামি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- আব্দুল লতিফ (৪৬), কুরবান আলী (২৪), মাহিন (১৮), মোজাম্মেল হক কবির (৫২) ও বাঁধন (২০)।

এই ঘটনার বিষয়ে বিস্তারিত তুলে ধরে শুক্রবার (১১ অক্টোবর) সকালে ডিএমপি সংবাদ সম্মেলন করেছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2