আশুলিয়ায় মামলায় ডাকাতচক্রের ৬ সদস্য গ্রেফতার

ছবি: সংগৃহিত
আশুলিয়ায় গরু বোঝাই ট্রাক ডাকাতিতে জড়িত ডাকাতচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ২১টি গরুর মধ্য সাতটি গরু ও একটি ট্রাক জব্দ করা হয়।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ২৭ অক্টোবর রাতে রাজশাহী থেকে ট্রাকে করে ২১ টি গরু নিয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন হেলপার ও চালক। ট্রাকটি বলভদ্র এলাকায় পৌঁছালে অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে গরুসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। পরে মালিক পক্ষ আশুলিয়া থানায় মামলা দায়ের করলে তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন জায়গা থেকে চক্রে ছয় সদস্যকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সবাই আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য। তবে পলাতক রয়েছে ঘটনার মূলহোতা সর্দার পলাশ ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: