• NEWS PORTAL

  • শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

পালিয়ে যাওয়া ৭০০ বন্দী এখনও গ্রেফতার হয়নি: কারা মহাপরিদর্শক 

প্রকাশিত: ১৭:০৫, ৪ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
পালিয়ে যাওয়া ৭০০ বন্দী এখনও গ্রেফতার হয়নি: কারা মহাপরিদর্শক 

ফাইল ছবি

৫ আগস্টের পর ১১ জন শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গীসহ ১৭৪ জন অপরাধী জামিনে মুক্তি পেয়েছে। কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এখনো ৭০০ জন গ্রেফতার হয়নি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন।  

বুধবার (৪ ডিসেম্বর) সকালে কারাগারের বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে কারা অধিদপ্তর। সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক বলেন, দেশের ৬৯ টি কারাগারের মধ্যে ১৭টি অতি পুরোনো থাকায় ঝুঁকিপূর্ণ রয়েছে। কারাগারের বিভিন্ন দুর্বলতার কারণে বন্দিরা পালিয়েছে, তবে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

কিছু গণমাধ্যম কারাগার নিয়ে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করছে উল্লেখ করে তিনি আরো বলেন, বিশেষ বন্দিদের কারাগারে মোবাইল ফোন ও আয়েশী জীবন-যাপন করার সুযোগ নেই। কারাগারের বাইরে হাসপাতালে সাবেক এক মন্ত্রীর হামলার ঘটনায় দু:খ প্রকাশ করে কারা হাসপাতাল নির্মাণ হলে এমন ঘটনা কমে আসবে বলেও মনে করেন কারা মহাপরিদর্শক। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2