কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় তিন নারী আটক
ফাইল ছবি
ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা তদন্তে ৩ নারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে মাদ্রাসার মালিক পলাতক মোহাম্মদ আল আমিনের স্ত্রী আছিয়া খাতুন, আছিয়ার বড় ভাইয়ের স্ত্রী ইয়াসমিন আক্তার ও আসমানী খাতুন।
ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, হাসনাবাদ হাউজিং এলাকায় উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় শুক্রবার দুপুরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মাদ্রাসার দু'টি রুমসহ চারটি রুম ও ছাদের অংশ ধসে যায়। এই ঘটনায় দুই শিশুসহ আহত হয় চারজন।
ঘটনাস্থল থেকে পুলিশ বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্যাদি, ককটেলের মতো চারটি বস্তু, একটি ল্যাপটপ, দুইটি মনিটর ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। ঘটনার সাথে কোন জঙ্গি তৎপরতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: