৭৪২ বস্তা ইউরিয়া সারসহ ১১ পাচারকারী আটক

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমান ইউরিয়া সারসহ ১১ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৮ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, ভোর ৪ টায় কোস্টগার্ড জাহাজ বিসিজিএস মনসুর আলী সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে ৪ নটিক্যাল মাইল দক্ষিণে ইঞ্জিন চালিত বোট দেখতে পায়। বঙ্গোপসাগরে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা চলমান থাকায় সাগরে বোট দেখে কোস্টগার্ড বোটটিকে থামার সংকেত দেয়। কিন্তু সংকেত অমান্য করে বোটটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করে। পরে তল্লাশি চালিয়ে ৭৪২ বস্তা ইউরিয়া সারসহ ১১ পাচারকারীকে আটক করা হয়।
বিভি/এসজি
মন্তব্য করুন: