• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ প্রসীত গ্রুপের সন্ত্রাসী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৮, ১১ মে ২০২৫

আপডেট: ১৭:১০, ১১ মে ২০২৫

ফন্ট সাইজ
সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ প্রসীত গ্রুপের সন্ত্রাসী আটক

সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি সেনা জোনের অভিযানে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের একজন সশস্ত্র সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা দুল্লাতলী ইউনিয়নের পূর্ব নাভাঙ্গা এলাকায় ইউপিডিএফ (মূল) এর সক্রিয় সদস্য একটি বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছে। খবর পেয়ে ১১ মে (রবিবার) রাত আনুমানিক ২টার দিকে লক্ষ্মীছড়ি সেনা জোন সদর থেকে দু'টি টহল দল ওই বাড়িটি ঘেরাও করে তল্লাশি ও অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে জীবন চাকমা (২৮) নামে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করা হয়।

এ সময় আটককৃতের কাছ থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি, ১ জোড়া ইউনিফর্ম, ২টি মোবাইল ফোন, ১টি নোটবুক ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়। জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলো।

লক্ষ্মীছড়ি সেনা জোন সূত্রে আরও জানানো হয় যে, পার্বত্য এলাকায়  শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: