• NEWS PORTAL

  • শুক্রবার, ২৩ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মুন্সীগঞ্জে স্ত্রীকে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১২, ২০ মে ২০২৫

ফন্ট সাইজ
মুন্সীগঞ্জে স্ত্রীকে হত্যার পর পুলিশের কাছে স্বামীর আত্মসমর্পণ

মুন্সীগঞ্জের মিরকাদিমে পারিবারিক কলহের জেরে স্ত্রী মিতু আক্তার (৩২) কে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে স্বামী সুমন মিয়া। সোমবার (১৯ মে) দিবাগত রাত ২ টার দিকে মিরকাদিম পৌরসভার পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভোর ৫ টার দিকে মুন্সীগঞ্জ সদর থানায় এসে আত্মসমর্পণ করে স্বামী সুমন। 

নিহত মিতু আক্তার ওই পৌরসভার নৈয়দিঘীর পাথর গ্রামের মন্টু মিয়ার মেয়ে। সুমন মিয়া (৫০) ‌মিরকা‌দিম পৌরসভার পূর্বপাড়ার শরিয়তউল্লা মিয়ার ছে‌লে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, প্রায় ৮ মাস আগে মিতু আক্তারকে বিয়ে করে অভিযুক্ত সুম‌ন। নিহত মিতু আক্তারের আগে আরেকটি বিয়ে হয়েছিলো। সেখানে তিনটি সন্তান রয়েছে। সুমনেরও এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ, ঝগড়াঝাটি লেগেই থাকতো। কিছুদিন আগে ঝগড়া করে মিতু বাবার বাড়িতে চলে গেলে তার স্বামীর বন্ধুরা সোমবার তাকে বাড়িতে ফিরিয়ে আনে। সেদিন রাত ২ টার দিকে মদ্যপান করে বন্ধুদের সহযোগিতায় স্ত্রী মিতুকে ধারালো বটি দিয়ে শরীরের বিভিন্ন অংশে ও গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে স্বামী সুমন। পরে ভোরে স্বেচ্ছায় থানায় গিয়ে আত্মসমর্পণ করে সে। 

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, স্ত্রীকে হত্যা করে নিজেই থানায় এসে বিষয়টি অবগত করে আত্মসমর্পণ করে স্বামী সুমন মিয়া। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: