• NEWS PORTAL

  • শুক্রবার, ২৩ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মানিকগঞ্জে তুচ্ছ ঘটনায় কিশোর গ্যাংয়ের হাতে স্কুলছাত্র খুন

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৩, ২০ মে ২০২৫

ফন্ট সাইজ
মানিকগঞ্জে তুচ্ছ ঘটনায় কিশোর গ্যাংয়ের হাতে স্কুলছাত্র খুন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নে তুচ্ছ ঘটনার জেরে কিশোর গ্যাংয়ের হাতে খুন হয়েছে রাহুল ইসলাম খান (১৫) নামের এক স্কুল ছাত্র। সোমবার (১৯ মে) রাত ৮টার দিকে ধল্লা ইউনিয়নের খাসেরচর-খালপাড় এলাকার ফাঁকা মাঠে এ ঘটনা ঘটে।

নিহত রাহুল মেদুলিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাহুল তার ৩-৪ জন বন্ধুর সঙ্গে খালপাড় এলাকার রাস্তায় বসে গল্প করছিলেন। এ সময় পাশের কামুড়া গ্রামের কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য পুরনো শত্রুতার জেরে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। বন্ধুরা পালিয়ে গেলেও রাহুলকে কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা। এরপর হামলাকারীরা পালিয়ে যায়। 

রাহুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, প্রায় ১০ দিন আগে কোনো একটি তুচ্ছ বিষয় নিয়ে রুাহুলের সঙ্গে রাজিব ও তরিকুলের বাকবিতণ্ডা হয়। ধারণা করা হচ্ছে, সেই ঘটনাকেই কেন্দ্র করে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

এ ঘটনায় রাহুলের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার এবং এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম জানান, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে। ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: